Translate Your Own Language

Wednesday, February 28, 2018

[Root] ভলিউম বাটন দিয়ে করুন পাওয়ার বাটনের কাজ



অনেক সময় দেখা যায় আমাদের এনড্রয়েড মোবাইলের পাওয়ার বাটনের সমস্যা দেখা দেয়। তখন আমাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়।



তো আজকে আমি দেখাবো কীভাবে ভলিউম বাটনের মাধ্যমে পাওয়ার বাটনের কাজ করবেন।



প্রথমেই আপনাকে আপনার সেটের ভার্সন অনুযায়ী গ্রাভিটি বক্স (Gravity Box) ডাউনলোড করতে হবে।

এরপর নিচের স্কিনশর্টগুলো ফলো করুন।

১. Navigation keys actions এ ক্লিক করুন।

২. Volume rocket wake এ ক্লিক করুন।

৩. এটি ডিজেবল থাকলে এনাবল করে দিন।

এখন যখনই আপনার মোবাইল স্লিপিং মোডে যাবে আপনি পাওয়ার বাটনের পরির্বতে ভলিউম বাটন ব্যবহার করতে পারবেন। 
ব্যস কাজ শেষ।

যদি কোন সমস্যা হয় তবে কমেন্ট করুন আমি সাহায্য করার চেষ্টা করব। 



No comments:

Post a Comment